বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

জীবননগরে মেয়ের হাতে বাবা খুন মা-মেয়ে আটক 

জীবননগর প্রতিনিধি 

জীবননগরে মেয়ের হাতে বাবা খুন মা-মেয়ে আটক 

জীবননগরে মেয়েকে কুপ্রস্তাব দেয়ার অভিযোগে পিতাকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করেছে। নিহতের লাশ উদ্ধার করে জীবননগর থানা পুলিশ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। অভিযুক্ত মেয়ে ও তার মাকে আটক করে পুলিশ থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। 

শনিবার (২৬ আগস্ট) জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়ানের দেহাটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মতিয়ার রহমান (৪৯) জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়ানের দেহাটি গ্রামের গোলাম হোসেনের ছেলে।

জীবননগর থানার ওসি এস.এম জাবীদ হাসান জানান, মতিয়ার রহমান তার মেয়েকে কুপ্রস্তাব দেয় বলে অভিযোগ করে। এ ঘটনায় মেয়ে ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে পিতাকে জবাই করে হত্যা করে নিজ ঘরে। 

পুলিশ খরব পেয়ে ঘটনাস্থলে এসে লাশের সুরতাহল প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। তিনি আরও জানান, আটক মেয়ে ময়না খাতুনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে হত্যা বিষয়ে। এখনও কোন মামলা হয়নি।

টিএইচ